আজি যবে আসে স্বরণে
ফেলে আসা সে দিন,
কতো শোভা চারিপাশে
শান্ত, শুদ্ধ, শান্তি, স্বাধীন।
জোৎস্নার আভা মাখা নিশী
নিশ্চুপ গাছ গাছালির সারি,
মৃদু দোলে নোয়ানো বাঁশের ডগা
পেঁচার কাঁদুনি বাতাসে ফিরি।
আদরের শীতের সকাল গুলি
মহাভোজ রাতের বাসি খাবারে,
পিঠে পুলির গন্ধে ভরা বিকেল
তালের পাটালি, ঝোলা গুড় আহা রে!

Leave a comment