মন মরা সহে নিলাম
মন কাঁদা ও লুকালাম
জুড়াইলাম মনের জ্বালা,
ভেবে না পাই ‘ভারাক্রান্ত’ মনে
কেমনে পড়ে যায় তালা।
খুঁজিতে পারি না চাবি
অসহায় একাকী অভাবী,
যদি কখনো পাই উপায়
ভাঙিয়া খুলিব দুয়ার
ঢাকিব না কভু গভীর চিন্তায়।
মন মরা সহে নিলাম
মন কাঁদা ও লুকালাম
জুড়াইলাম মনের জ্বালা,
ভেবে না পাই ‘ভারাক্রান্ত’ মনে
কেমনে পড়ে যায় তালা।
খুঁজিতে পারি না চাবি
অসহায় একাকী অভাবী,
যদি কখনো পাই উপায়
ভাঙিয়া খুলিব দুয়ার
ঢাকিব না কভু গভীর চিন্তায়।
Leave a comment