।। প্রার্থনা।।


প্রার্থনা করি ওগো দয়াময়
করিও গ্রহণ সকলের প্রার্থনা
চাওয়া কে করে দিও পাওয়া
শূন্য হাতে যেনো কেহ ফেরেনা।
খুশি মনে নিও সুকর্ম যেটুকু
মুছে দিও যত পাপের তালিকা
তুচ্ছ এ দাসেরে করিও করুণা
পরিত্যাগে হবো দিশাহারা একা।
নিয়তি তুমি, নাহি কিছু অজ্ঞাত
কিসে মঙ্গল, কি বিফল, অনুচিৎ
অজানা আগামীতে ডরি মোরা
যদি ধরো হাল সাফল্য নিশ্চিত।
চাই না বিষয় আশয় কিবা সুখ
সুস্থ রহে দেহ, শান্তি থাকে মনে
পরের তরে নিঃস্বার্থ থাকি সদা
শিরদাঁড়া সোজা পরীক্ষার ক্ষণে।
হোক অবসান যত দলাদলি
হিংসা বিদ্বেষ শোষণ নিপীড়ন
ছেয়ে যাক শান্তির বার্তায়
ঐক্যে মিশে যাক প্রভেদ অকারণ।


Comments

Leave a comment