সবুজে সবুজে ঘিরি হাসি মুখ চারি ধার
অবিরাম ধারায় নাহিছে বারে বার
চঞ্চল মন গুলি চলে পালে পালে
কত কথা চলে ঐ ছত্রের তলে।
মেঘের বিরামে রবির তীর্যক হাসি
ব্যস্ত দিনের ফাঁকে আনমনা বসি
ঝিকিমিকি করে ঘাস রংধনু ফোটে
ঝলমলে পাতার নাচ বাতাসের চোটে।
চায়ের চুমুকে জমে আড্ডা বেজায়
তরতাজা মেজাজ গুলি সদ্য উষ্ণতায়
ক্ষণিক আলোক ছটা ঘুচিল ফিরি
গম গম গরজে বর্ষে ঝিরিঝিরি।
দিন শেষে ছুটি পেলো মেঘেদের দল
ফুরফুরে হাওয়া এলো শান্ত শীতল
কাজ শেষে হাসি মুখ বাসার পথে
দুই ধারে ব্যাঙেদের ঘ্যাঁ ঘোঁ সাথে।
From the beautiful memories of IISER Bhopal campus
http://www.iiserb.ac.in
Leave a comment