।। চোখ।।

তুমি গভীর, তুমি তীক্ষ্ণ, তুমি তির্যক, আড় চোখা,

ভ্রুকুটি কুঁচকিয়ে কখনো বা তুলে, তোমার ইশারা।

তুমি বাঁকা, তোমার রক্ত বর্ণ, তুমি নিবিড়, অপলক,

ঘুমে তুমি ঢুলুঢুলু, বিস্ময়ে ছানাবড়া।

তুমি ক্রমাগত তোলো ছবি, পল্লব বন্ধে দেখো স্বপ্ন।

তুমি আছো তাই কাজল, ছলছল।

তোমার সিক্ততায় ভিজে যায় হৃদয়।

তুমি বিনা জগৎ আঁধার, তুমি নারীর সকল সৌন্দর্য্য।

কবির কল্পনায় তুমি বন হরিণীর, চেরা পটল।

অপ্রতিসম তারাতে তুমি ট্যারা, ধূসরে কটা

আর নীলাভে তোমার আদর পশ্চিমে।

দুঃসময়ে জয় বাংলা, বার্ধক্যে ঝাপসার হাত ছানি।

উজ্জ্বল রোদে সাজো রোদ চশমায়, জ্যোতি হ্রাসে মোটা কাঁচে,

অকালে মৃত্যু হলে, কালো কাঁচের আড়ালে।


Comments

Leave a comment