ওগো কে বলো তোমরা বদলে গেছে সব
আমি বেশ শুনি কচিকাঁচা দের কলরব।
অদূরে তাকিয়ে দেখি কুঁড়ে ঘরটির চালে
শালিক জোড়া নামছে নীচে নৃত্যের তালে।
রাখাল আনে জল, সিকে-বাঁকে ঝুলিয়ে
দূরের কোন্ গ্রাম থেকে মেঠো পথ দিয়ে।
বাগানের সরু পথ ধরে চলে চাষীর দল
কাঁধে নিয়ে বোঝা সোনালী ধানের ফসল।
সবুজ মাঠ খানি আছে ঢেকে গরুর পালে
বটের ছায়ায় আপন মনে রাখালেরা খেলে।
ছেলে মেয়েরা খেলে কানামাছি, হা-ডু-ডু
উঠানে খামারে শুনি কিত-কিত বা চু-চু।
বাঁশের চেলিতে ঝাড়াই আঘাত সজোরে
চলে দামন মাড়াই সারি বাঁধা গরুরা ঘোরে।
নীল সাদায় সেজে পড়ুয়ারা হাঁটে স্কুল পথে
টিফিনের স্বল্প অবকাশে ছুটোছুটি খেলাতে।
তুমিও দেখবে, রেখো খোলা মনের জানালাটিরে
আমি যেমন চাক্ষুষ করি বসে মিসিসিপির তীরে।
Leave a comment