তুমি এলে তাই
সুপ্রভাত, ঝলমলে রোদ,
তুমি এলে তাই
সৌরভে মৌমাছির আমোদ।
তুমি এলে তাই
আবার শুনি পাখির কলতান,
তুমি এলে তাই
দেখি স্বপ্ন, দেহ পায় প্রাণ।
তুমি এলে তাই
সকাল থেকে দুপুর
তুমি এলে তাই
বৃষ্টি টাপুর টুপুর।
তুমি এলে তাই
বেলা বয়ে যায় নামে সন্ধ্যা,
তুমি এলে তাই
আনন্দে হাসে রজনীগন্ধা।
তুমি এলে তাই
কখন কেটে যায় রাতি,
সকালে সোনার রোদ
জানায় তোমার উপস্থিতি।
Leave a comment