।।প্রাণ নেওয়া বিমান।।

গগনে গগনে তীব্র ডাক ছাড়ি

দেশে ও বিদেশে দিতেছে পাড়ি

অতি বেগে ধায় পলকে হারায়

মানব কল্যাণের মহা দ্রুততায়।

নাহি কিছু দুর, যাত্রাও মধুর

দুঃসময়টাই শুধু বড়ই বেসুর,

শূন্য হতে মাটিতে ধাক্কা সজোরে

সবকটি প্রাণ হারায় যে বেঘোরে।

Air India Flight AI 171. Near Ahmedabad Airport. Thu, Jun 12, 2025.