না ঠিক দাপট নয়, উলঙ্গ রাজার প্রভাবেই
আজ সারি সারি উলঙ্গ প্রজারা।
তারা বুদ্ধি বন্দক দেয়নি, দান করেছে খুশিমনে।
পরান্নভোজী বটে
কিন্তু কৃপাপ্রার্থী ভাবলে তারা পাপ বোধ করে।
বরং সম্মোহনে তারা নিজেকে উজাড় করে দিতে চায়।
কে নেই সেই সারিতে! নিরক্ষর হতে উচ্চ শিক্ষিত,
বেকার হতে মজদুর
পুরুষ, নারী, কিশোর ও বয়স্ক।
শিশুরা এখানে ভীত ও সন্ত্রস্ত।
কারণ উলঙ্গরা দয়াহীন,
তাদের হাত কাঁপে না শিশুদের শ্বাস রুদ্ধ করতে।
মগজহীন উলঙ্গরা ধর্মের ঢাল হাতে নিয়ে
স্বপ্ন দেখে, এক উলঙ্গ দেশের।
আসুক সেই দিন-
শিশুরা সমস্বরে গাইবে গান
উলঙ্গদের রাজত্ব হবে খান খান।
…এক শিশু
Leave a comment