।।হারানো প্রেম।।

ভাসেনাকো কাগজের নৌকো খানি

              এরোপ্লেন মাথা ঘুরে পড়ে না আর,

ফেরার হয়েছিল পোষা ছোট্ট মেনি

              হদিস পাইনি সে জ্যামিতি বাক্সটার।

হারিয়েছি কত কিছু সময়ের হাত ধরে

              গ্রীষ্মে ছুটির দুপুর, শীতে হিম ভেজা মন,

অবশেষে দেখি, স্মৃতিও কিছু গেছে মরে,

              বেঁচে আমাদের হারানো প্রেমের কথন।

Photo credit: Internet

Comments

Leave a comment