সেই শৈশবে হয়েছিল বন্ধু পাতানোর শুরু
কাটিয়ে শত আড়ষ্টতা আর বুক দুরু দুরু।
প্রথম পেলাম সঙ্গী-সাথী আর বন্ধুত্বের মজা
ভাগ করে খাওয়া টিফিন, বেঁটে নেওয়া সাজা।
তারপর লুকিয়ে টিফিন খেয়ে ক্রমে উঁচু ক্লাস
বই বদলায় ব্যাগ বড় হয় বন্ধুত্বেই চলে শ্বাস।
শেষে স্কুল গেলো, সাথে গেলো শিক্ষক কত
সাথী দের যাওয়ার কালে হৃদয় হলো ক্ষত।
স্কুল থেকে কলেজ, বদলেছে রাজ্য ও শহর
ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি নতুন বন্ধুর খবর
দলে দলে বন্ধু আসে দলে দলে যায় চলে
হারিয়েছি ঢের কত পরে দেখা হবে বলে।
নিজ পরিবারে যখন ব্যস্ত অর্ধাঙ্গিনীর সাথে
দূরত্ব বাড়লো, গুটি কয়েক ছিল যারা হাতে।
তারপর বর্ধিত সংসার, দায়িত্ব, আরও ব্যস্ততা
সন্তান-সন্ততি, পরিজন, প্রৌঢ় মাতা-পিতা।
তবুও থাকে বেঁচে, যারা ছিল সদা হৃদয় ঘেঁষা
অবসর কালে জাগবে আবার আড্ডার নেশা।
ভাগ্যবান হবে যেনো সেই জন সবার চেয়ে
অন্তিমে চারিপাশে যার বন্ধুরা রবে দাঁড়িয়ে।

Leave a comment