Author: Kalomanik-কালোমানিক

  • ।।স্মৃতির আকাশে হাওড়ামারী হাই স্কুল।।

    স্মৃতির আকাশে হাওড়ামারী হাই স্কুল কালোমানিক (প্রাক্তন ছাত্র) “বর্ষে বর্ষে  দলে দলে    আসে বিদ্যামঠ তলে চলে যায় তারা কলরবে,” কবিতাটি যখন পড়তাম, ভাবতাম বিদ্যামঠ হতে চলে যেতে আমার এখনও অনেক দেরি। সময় দ্রুতগামী।আজ থেকে ১৭ বছর আগে অনেকের মত আমি ও মাধ্যমিক পাশ করে “তাদের” দলে যোগ দিয়ে স্কুল ত্যাগ করেছিলাম। স্কুলের প্রতিটি দিন,…

  • ।।তুমি এলে তাই।।

    তুমি এলে তাই সুপ্রভাত, ঝলমলে রোদ, তুমি এলে তাই সৌরভে মৌমাছির আমোদ। তুমি এলে তাই আবার শুনি পাখির কলতান, তুমি এলে তাই দেখি স্বপ্ন, দেহ পায় প্রাণ। তুমি এলে তাই সকাল থেকে দুপুর তুমি এলে তাই বৃষ্টি টাপুর টুপুর। তুমি এলে তাই বেলা বয়ে যায় নামে সন্ধ্যা, তুমি এলে তাই আনন্দে হাসে রজনীগন্ধা। তুমি এলে…

  • ।।স্বীকৃতি।।

    প্রজাপতির রঙে ভরিল নয়ন কুসুমের গন্ধে মাতালো মন।পাখির কলতানে আঁখি খুলিশীতল বাতাসে ক্লান্তি ভুলি।মৌমাছির গঞ্জনা মধুর গীতকলকল তটিনীর বড়ই প্রিত।শিশিরে ঝিলিমিলি রোদের কনাদিগন্তে চাহিয়া একটু আনমনা,চঞ্চল রমণীর কোমল চাহনিঅবিরত সেই কিত কিত ধ্বনি।কদর করি এ অসীম দানপ্রশংসনীয় তুমি একা ভগবান। Eyes filled with the color of butterfliesThe mind is intoxicated with the smell of flowers.Waking…

  • ।।বুড়োর বুড়ি।।

    “ট্যাংরা রে ট্যাংরা কুল কাঠের আঙ্গরা, ঘরে আছে লাঙল জোল বাহিরে আছে ইস এক্কে ফুঁকে উড়িয়ে দেবো ট্যাংরা মাছের বিষ।” তুই বুড়ো গেলি চলে প্রায় এক যুগ হলো বুড়ি আজও বাঁচিয়ে রাখে তোর স্মৃতি গুলো। কুটো নাড়ে ঝাঁট দেবে গুটি গুটি পায়চারি মন তার মানে না কো শরীর টা যে বড়ো ভারী! তাই সে শুয়ে…

  • ।।জানালা।।

    ওগো কে বলো তোমরা বদলে গেছে সব আমি বেশ শুনি কচিকাঁচা দের কলরব। অদূরে তাকিয়ে দেখি কুঁড়ে ঘরটির চালে শালিক জোড়া নামছে নীচে নৃত্যের তালে। রাখাল আনে জল, সিকে-বাঁকে ঝুলিয়ে দূরের কোন্ গ্রাম থেকে মেঠো পথ দিয়ে। বাগানের সরু পথ ধরে চলে চাষীর দল কাঁধে নিয়ে বোঝা সোনালী ধানের ফসল। সবুজ মাঠ খানি আছে ঢেকে…

  • ।। চোখ।।

    তুমি গভীর, তুমি তীক্ষ্ণ, তুমি তির্যক, আড় চোখা, ভ্রুকুটি কুঁচকিয়ে কখনো বা তুলে, তোমার ইশারা। তুমি বাঁকা, তোমার রক্ত বর্ণ, তুমি নিবিড়, অপলক, ঘুমে তুমি ঢুলুঢুলু, বিস্ময়ে ছানাবড়া। তুমি ক্রমাগত তোলো ছবি, পল্লব বন্ধে দেখো স্বপ্ন। তুমি আছো তাই কাজল, ছলছল। তোমার সিক্ততায় ভিজে যায় হৃদয়। তুমি বিনা জগৎ আঁধার, তুমি নারীর সকল সৌন্দর্য্য। কবির…

  • ।।মন খারাপ।।

    খারাপ তো তারই থাকে যার থাকে ভালোরবি যেমন খেলিছে আজীবন আঁধার ও আলো।পূর্ণিমাতে তৃপ্ত হিয়া, ভাবে কবি আশমানে চাহিয়াকালো অমাবস্যা রক্ষিছে কলঙ্কিত চাঁদের হায়া।মন খারাপের সময় টুকু তাই কাটাই রাত্রি হেনরবে ওষুধ পুব আকাশে সোনার থালায় সাজানো।

  • ।।জ্যোৎস্না।।

    জ্যোৎস্নাকালোমানিকধব্ ধবে সাদা ঐ জ্যোৎস্নার জ্যোতিশুভ্র সৌরভে চারপাশ উঠিয়াছে মাতি,সাঁই সাঁই প্যাঁচা ওড়ে গাছ থেকে গোলাবনে যেন চলে ঐ আলো-আঁধারি খেলা।ধুপ করে পড়ে তাল, তারা খসে আকাশেদীঘিটির জলে চাঁদ ভেঙে যায় বাতাসেদুরে কেহ গান গায় চেনা চেনা সুরেশ্রেণী হারা একা বক ফিরিতেছে ঘরে।পাড়া খানি নিশ্চুপ নিদ্রার হাতছানিজ্যোৎস্নার স্নানে তার কেটে গেছে গ্লানি।অনেক সময় পরে যখন…

  • ।।বর্ষায় ক্যাম্পাস।।

    সবুজে সবুজে ঘিরি হাসি মুখ চারি ধারঅবিরাম ধারায় নাহিছে বারে বারচঞ্চল মন গুলি চলে পালে পালেকত কথা চলে ঐ ছত্রের তলে।মেঘের বিরামে রবির তীর্যক হাসিব্যস্ত দিনের ফাঁকে আনমনা বসিঝিকিমিকি করে ঘাস রংধনু ফোটেঝলমলে পাতার নাচ বাতাসের চোটে।চায়ের চুমুকে জমে আড্ডা বেজায়তরতাজা মেজাজ গুলি সদ্য উষ্ণতায়ক্ষণিক আলোক ছটা ঘুচিল ফিরিগম গম গরজে বর্ষে ঝিরিঝিরি।দিন শেষে ছুটি…

  • ।। প্রার্থনা।।

    প্রার্থনা করি ওগো দয়াময়করিও গ্রহণ সকলের প্রার্থনাচাওয়া কে করে দিও পাওয়াশূন্য হাতে যেনো কেহ ফেরেনা।খুশি মনে নিও সুকর্ম যেটুকুমুছে দিও যত পাপের তালিকাতুচ্ছ এ দাসেরে করিও করুণাপরিত্যাগে হবো দিশাহারা একা।নিয়তি তুমি, নাহি কিছু অজ্ঞাতকিসে মঙ্গল, কি বিফল, অনুচিৎঅজানা আগামীতে ডরি মোরাযদি ধরো হাল সাফল্য নিশ্চিত।চাই না বিষয় আশয় কিবা সুখসুস্থ রহে দেহ, শান্তি থাকে মনেপরের…