Author: Kalomanik-কালোমানিক

  • ।।ভারাক্রান্ত মন।।

    মন মরা সহে নিলাম মন কাঁদা ও লুকালাম জুড়াইলাম মনের জ্বালা,ভেবে না পাই ‘ভারাক্রান্ত’ মনেকেমনে পড়ে যায় তালা।খুঁজিতে পারি না চাবি অসহায় একাকী অভাবী,যদি কখনো পাই উপায়ভাঙিয়া খুলিব দুয়ারঢাকিব না কভু গভীর চিন্তায়।

  • সময়

    হেরিয়া ফিরি চতুর্দিকে শত নব নবীনসময়ের সাথে একদিন সবই যে বিলীন,আসে নবীন থেকে থেকে পরিণতি অন্তেসময় যে শুধু চিরন্তন রয়ে যায় অজান্তে।

  • ।। নির্জন।।

    আমি তাকিয়ে দেখেছি বামে ও দক্ষিণে,নেই কেউ কোথাও নেই সামনে বা পিছনে।হেঁটে দেখেছি চতুর্দিকে, ধেয়েছি অনেক পথছিলনা পথের সাথী, না ছিল কোনো স্বর্ণ রথ।উৎসে যারা ছিল, পথের দূরত্বে ক্রমশ হারালোভাবিনি কখনো মনে, ক্ষীণ হবে উৎসের টানে।গৃহ কোন তাই খুইয়ে হাঁটিতেছি বিশ্ব সংসারেকোথাও গন্তব্য দেখিনা যে, খুঁজি শুধু আপনারে।

  • ফেলে আসা দিন

    আজি যবে আসে স্বরণেফেলে আসা সে দিন,কতো শোভা চারিপাশেশান্ত, শুদ্ধ, শান্তি, স্বাধীন।জোৎস্নার আভা মাখা নিশীনিশ্চুপ গাছ গাছালির সারি,মৃদু দোলে নোয়ানো বাঁশের ডগাপেঁচার কাঁদুনি বাতাসে ফিরি।আদরের শীতের সকাল গুলিমহাভোজ রাতের বাসি খাবারে,পিঠে পুলির গন্ধে ভরা বিকেলতালের পাটালি, ঝোলা গুড় আহা রে!

  • A tired wayfarer-ক্লান্ত পথচারী

    আমি ক্লান্ত পথচারী দেখি না আর নর নারী, পেয়েছি প্রকৃতির ছোঁয়া ত্যাগেছি সংসারের মায়া, না ছিল কোনো সুখ পরী বিদ্বেষ ও হতাশা ভারী। সুখের সন্ধানে শেষে ভ্রমেছিনু বিজনে বিদেশে, মেলেনি শান্তির দেখা কেবলই অবসাদ রাখা, বহু বিড়ম্বনা ঠেলে ফিরিনু ধরণীর কোলে। I walk tired I don’t see men and women anymore, Got the touch of…

  • Matter of Time

    আফশোস, আক্ষেপ, অনুতাপ, হারানোর বেদনাপীড়ার কারণ ভারী,সময়ের স্রোতে যাবে সবই মিলায়ে, রাখি ধৈর্য্যআর ভরসা কান্ডারী। Regret, remorse, compunction, pain of lossThe causes of suffering are many,All of them will go away in the flow of time, be patientAnd have faith in God.

  • Moving on-এগিয়ে চলা

    ।।এগিয়ে চলা।।‘পরিবর্তন একেলা চিরস্থায়ী‘ জেনো এ সংসারেযাহা ছিল কাল নেই আজ, আহ্বান নতুনেরে।ত্যাগেই শান্তি ত্যাগেই মুক্তি ত্যাগ যে মহৎ গুন,হারানোর যন্ত্রণা সইবার মন্ত্রণা, নেভায় আগুন।কালবৈশাখীর নষ্ট নীড়ে পাখির ভরসা নয় ভগ্নসন্তান হারা মমতাময়ী নাহি রবে শোকে চির মগ্ন।ভুলে অতীত আবার খুঁজি তাই সুখের ও ঠিকানা,কোথাও সে আছে বসে হৃদয় দিয়ে ঠিক যাবে চেনা। ।।Moving on।।Know…

  • Metropolis-মহানগর

    ।।ঘুম ভাঙানো রোদ।।হেথা ভোরের আযান মিলে যায় মন্দিরের ঘণ্টা ধ্বনিতেহেলানো রোদ খবর পাঠায় চিলেকোঠা ও জানালা দিয়েগলি থেকে ভেসে আসে কাঁচা গলায় গানের রেওয়াজএভাবে ঘুম ভাঙে তোমার আমার আমাদের মহানগরে,জেগে ওঠে রাজপথ, জেগে ওঠে যান, কারখানা ও অফিসজাগে পশু-পাখি, জাগে জীর্ণ কাপড়ে জড়ানো ভিখারিনী। ।।Sunlight that Wakes You Up।।Here the morning call to prayer coincides…

  • Hypnosis-সম্মোহন

    শুনতে লাগে বেশপ্রেরণাদাতা গণের উপদেশ,বারে বারে শুনে দেখিশেষে হইলাম ভক্ত একি!অনুপ্রেরণাই যদি পাইপুন পুনরায় কেনো শুনিতে যাই!বশে মন শুনিদুর্ভেদ্য ভাষায় ধর্মের বাণী।ধর্মের বার্তা সরল করেলইতাম যদি দু এক হৃদয় গহ্বরে,সকলেরে ভ্রাত জানিঅবসান হতো যত হানাহানি।মেতে উঠি শুনেঅর্থ না খুঁজে আধুনিক গানে।শব্দ গুচ্ছ সরলকথার মালায় শুধু ভাবনা বিরল।জেনো অর্থবহ গীত সদাইচিরসবুজের তালিকাতে পায় ঠাঁই।মুঠো ফোনে বসেসমাজ…

  • Living in the present

    অযথা বসি বিচলিত হই পড়ে কালিকের পিছে অদৃষ্ট অজ্ঞাত সে, আজি রে শুধু হারাই মিছে।                                   —-কালোমানিক I become upset unnecessarily worrying about the future No one can see the future, I end up losing the present. —-Kalomanik