Tag: বন্ধু

  • ।।বন্ধু।।

    ।।বন্ধু।।

    সেই শৈশবে হয়েছিল বন্ধু পাতানোর শুরু কাটিয়ে শত আড়ষ্টতা আর বুক দুরু দুরু। প্রথম পেলাম সঙ্গী-সাথী আর বন্ধুত্বের মজা ভাগ করে খাওয়া টিফিন, বেঁটে নেওয়া সাজা। তারপর লুকিয়ে টিফিন খেয়ে ক্রমে উঁচু ক্লাস বই বদলায় ব্যাগ বড় হয় বন্ধুত্বেই চলে শ্বাস। শেষে স্কুল গেলো, সাথে গেলো শিক্ষক কত সাথী দের যাওয়ার কালে হৃদয় হলো ক্ষত।…