Tag: honesty

  • ।।শিক্ষার অর্থ বদলেছে।।

    আর কেউ বলে নাসৎচরিত্র, সৎব্যবহার, সত্যতা, উদারতা, সততা — এ সবের কথা। সবার মুখে এখন জীবিকা ভিত্তিক ও পুঁথিগত শিক্ষার আলোচনা। জানার ইচ্ছা আর জন্ম হতে দেওয়া হচ্ছে না কচি মনে, বরং সৃষ্টি করা হচ্ছে জানার জন্য তাগিদ। লাভ আর লোকসানের হিসাবে হতে হবে পাকা। ভালো ডাক্তার হবার জন্য কঠোর অধ্যয়ন করতে হবে তা নয়,…