Tag: iiser bhopal

  • ।।বর্ষায় ক্যাম্পাস।।

    সবুজে সবুজে ঘিরি হাসি মুখ চারি ধারঅবিরাম ধারায় নাহিছে বারে বারচঞ্চল মন গুলি চলে পালে পালেকত কথা চলে ঐ ছত্রের তলে।মেঘের বিরামে রবির তীর্যক হাসিব্যস্ত দিনের ফাঁকে আনমনা বসিঝিকিমিকি করে ঘাস রংধনু ফোটেঝলমলে পাতার নাচ বাতাসের চোটে।চায়ের চুমুকে জমে আড্ডা বেজায়তরতাজা মেজাজ গুলি সদ্য উষ্ণতায়ক্ষণিক আলোক ছটা ঘুচিল ফিরিগম গম গরজে বর্ষে ঝিরিঝিরি।দিন শেষে ছুটি…