Tag: loneliness

  • ।। নির্জন।।

    আমি তাকিয়ে দেখেছি বামে ও দক্ষিণে,নেই কেউ কোথাও নেই সামনে বা পিছনে।হেঁটে দেখেছি চতুর্দিকে, ধেয়েছি অনেক পথছিলনা পথের সাথী, না ছিল কোনো স্বর্ণ রথ।উৎসে যারা ছিল, পথের দূরত্বে ক্রমশ হারালোভাবিনি কখনো মনে, ক্ষীণ হবে উৎসের টানে।গৃহ কোন তাই খুইয়ে হাঁটিতেছি বিশ্ব সংসারেকোথাও গন্তব্য দেখিনা যে, খুঁজি শুধু আপনারে।