Tag: nature
-
ফেলে আসা দিন
আজি যবে আসে স্বরণেফেলে আসা সে দিন,কতো শোভা চারিপাশেশান্ত, শুদ্ধ, শান্তি, স্বাধীন।জোৎস্নার আভা মাখা নিশীনিশ্চুপ গাছ গাছালির সারি,মৃদু দোলে নোয়ানো বাঁশের ডগাপেঁচার কাঁদুনি বাতাসে ফিরি।আদরের শীতের সকাল গুলিমহাভোজ রাতের বাসি খাবারে,পিঠে পুলির গন্ধে ভরা বিকেলতালের পাটালি, ঝোলা গুড় আহা রে!
-
A tired wayfarer-ক্লান্ত পথচারী
আমি ক্লান্ত পথচারী দেখি না আর নর নারী, পেয়েছি প্রকৃতির ছোঁয়া ত্যাগেছি সংসারের মায়া, না ছিল কোনো সুখ পরী বিদ্বেষ ও হতাশা ভারী। সুখের সন্ধানে শেষে ভ্রমেছিনু বিজনে বিদেশে, মেলেনি শান্তির দেখা কেবলই অবসাদ রাখা, বহু বিড়ম্বনা ঠেলে ফিরিনু ধরণীর কোলে। I walk tired I don’t see men and women anymore, Got the touch of…