Tag: the mango orchard
-
The mango orchard
।। আম বাগান।। ঐ যে হোথায় পুকুরের ধারে আম্র বনের ছায়ায় বসিতাম মোরা মাদুর পাতিয়া জড়ানো স্নেহের মায়ায়। গল্পে গল্পে কাটিত দুপুর খেজুর পাতার ঘুরুনি গড়িয়া ঘুরিত সে জোরে দখিনার বেগে কাঁটার ডগায় চড়িয়া। কাঁচা আমের স্বাদ ভুলিতেনা কভু যদি দেখিতে চেখে বঁটি দিয়ে কেটে বাটিতে রেখে নুন ও মরিচে মেখে। অদূর হতে সেথা আসিত…